News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৬, ৩ মে ২০২১

জাতীয় দলকে দেশে ফেরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দারস্থ বিসিবি

জাতীয় দলকে দেশে ফেরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দারস্থ বিসিবি

স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে ড্র ও দ্বিতীয় হারে শ্রীলংকা সফর শেষ করেছে বাংলাদেশ। এবার দেশে ফেরার পালা মুমিনুল হকদের। কিন্তু করোনার এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দেশে ফিরে তাদের কত দিনের কোয়ারেনটাইন করতে হবে বা স্বাস্থ্য বিষয়ক অন্যান্য নির্দেশনাই বা কি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের স্মরণাপন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
শুধু বাংলাদেশ জাতীয় দলই নয়, আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের জন্যও একই পদক্ষেপ নিয়েছে বিসিবি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় আইপিএল থেকে দেশে ফিরছেন সাকিব ও মোস্তাফিজ। কিন্তু তারা দেশে ফেরার পর কতদিনের কোয়ারেনটাইনে থাকতে হবে বা দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাই বা কি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের স্মরণাপন্ন হয়েছে বিসিবি।
সোমবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিসিবি'র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানালেন, ‘আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলংকা অবস্থান করছে। দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মুখাপেক্ষী হয়েছি যে দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা কি থাকবে বা কতদিনের কোয়ারেনটাইন করতে হবে। যেহেতু সামনে শ্রীলংকা সিরিজ আছে তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। সাকিব আর মোস্তাফিজের বিষয়টিও এখানে আছে।’
এদিকে আইপিএল’র চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলছেন সাকিব আল হাসান। আর মোস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে। এদিকে দরজায় কড়া না‍ড়তে শুরু করেছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। যার শুরুটা হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে।
সে লক্ষ্যেই তাদের দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে যেহেতু ভারতের করোনা পরিস্থিতি রুদ্র রূপ ধারণ করেছে আবার সিরিজ শুরু হতেও খুব বেশি দিন বাকিও নেই, সেহেতু করণীয় জানতে স্বাস্থ্য অধিদপ্তরের দারস্থ হয়েছে বিসিবি।

সর্বশেষ

পাঠকপ্রিয়