News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ৩ মে ২০২১
আপডেট: ০৯:৫৯, ৩ মে ২০২১

টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

৫০ ওভারের ফরমেটে এক রাউন্ড খেলাও হয়েছিল। কিন্তু করোনার কারণে গত ১৯ মার্চ বাধ্য হয়েই স্থগিত করতে হয় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে ঢাকার জমজমাট লিগ। ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম) সিদ্ধান্ত নিয়েছে, আগাম ৩১ মে থেকে পুনরায় লিগ শুরু করার। 

তবে এবার শুরু হবে একবারে নতুন করে। ৫০ ওভারের পরিবর্তে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সিসিডিএম-এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‌‌‘সিসিডিএম বিসিবির সঙ্গে আলোচনা করে আগামী ৩১ মে থেকে ডিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে। এটা হবে টি-টোয়েন্টি ইভেন্ট। ব্যস্ত আন্তর্জাতিক সূচি আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা মনে করছি, ২০১৯-২০ মৌসুমে এই ফরম্যাটটাই আদর্শ হবে।’

কাজী ইনাম যোগ করেন, ‘বিসিবি প্রেসিডেন্ট খেলোয়াড়দের এই সময়টায় সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে পরিষ্কার দিকনিদের্শনা দিয়েছেন। এই মৌসুমে বোর্ড দুটি টুর্নামেন্ট এবং ওয়েস্ট সিরিজ সফলভাবে আয়োজন করেছে। আমরা সেই অভিজ্ঞতা থেকেই বঙ্গবন্ধু ডিপিএল আয়োজনের পরিকল্পনা করছি। আমরা জানি, এই লিগটা খেলোয়াড় এবং ক্লাবের জন্য কতটা গুরুত্ববহ।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়