News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৪, ১ মে ২০২১

আবারও সেঞ্চুরি বঞ্চিত তামিম

আবারও সেঞ্চুরি বঞ্চিত তামিম

পাল্লেকেলে টেস্টে জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে। জবাবে শনিবার টেস্টের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮৯ রান। অধিনায়ক মুমিনুল হক ৩৬ ও মুশফিকুর রহিম ২৬ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে সকালে ১৫ মিনিট ব্যাট করে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে লঙ্কানদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দুর্দান্ত সব শটে বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার পেরিয়ে গেছেন টানা চতুর্থ আর সিরিজে তৃতীয় ফিফটি। তবে স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটে শ্রীলঙ্কাকে দুটি উইকেট এনে দিয়েছেন দুই স্পিনার। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সাইফ হাসান নড়বড়ে শুরু করলেও কোনোরকমে টিকে গিয়ে সঙ্গ দেন তামিমকে। 

শুরুর জুটিতে আসে ৯৭ রান। চার বছর ও ৪৫ ইনিংসের মধ্যে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি এটি। কিন্তু সাইফ ২৫ রানে বিদায় নেওয়ার পর তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন শূন্য রানেই। দুই সতীর্থকে হারিয়েও দারুণ ব্যাট করছিলেন তামিম। কিন্তু দলীয় ১৫১ রানের মাথায় স্বপ্ন ভঙ্গ তামিমের। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে বিদায় নেন দেশ সেরা ওপেনার তামিম। ১৫০ বলে ১২টি বাউন্ডারিতে ব্যক্তিগত ৯২ রান করে বিদায় নেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়