দ্বিতীয় টেস্টের আগে টাইগারদের কঠোর অনুশীলন
শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে ব্যাট বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। পাল্লেকেতে মুমিনুলরা সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে। একদিন বাদে একই ভেন্যুতে গড়াতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা।
মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলনে তিন বিভাগেই নিজেদে ঝালিয়ে নেন মুমিনুলরা। ক্যান্ডি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও চিত্রে সেই দৃশ্যই ফুটে উঠেছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, মাঠে পাশাপাশি দন্ডায়মান তিন নেটে অতিথিদের নিবিড় ব্যাটিংয়ে ঘামঝরান। একই সাথে বোলিং ও ফিল্ডিংয়ে কঠোর অনুশীলন করে বাংলাদেশ দল।
প্রথম টেস্টে ড্রয়ে মধ্য দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের পাঁচ ম্যাচে হারের বৃত্ত ভেঙেছে টিম বাংলাদেশ। দশে ছাড়ার আগে বাংলাদেশ দলপতি মুমিনুল হক লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। দারুণ আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে তিনি বলেছিলেন, ‘এখানে চাপের কিছু নেই। জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।’
তাতে কাজও হয়েছে বিস্তর। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এর আগে বাংলাদেশ নামের পাশে শূন্য থাকলেও এখন ২০ পয়েন্ট যোগ হয়েছে। শেষ ম্যাচে নিশ্চয়ই এর চেয়ে উজ্জ্বল থাকবে টিম বাংলাদেশের পারফরম্যান্স। না হয় এমনই থাক! বিদেশের মাটিতে ড্র’ই বা কম কিসের। আগামি ২৯ এপ্রিল থেকে ৩মে ক্যান্ডির এই পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস