News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ২৪ এপ্রিল ২০২১

করুনারত্নের শতকে টাইগারদের বিপক্ষে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা

করুনারত্নের শতকে টাইগারদের বিপক্ষে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনটাও নিজেদের করে নিয়েছিল সফরকারী টাইগাররা। ব্যাট হাতে নিজেদের প্রথম ইনিংসে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণার পর লঙ্কানদের তিন উইকেট তুলে নেয় টাইগার ব্যাটসম্যানরা। তবে অধিনায়ক দিমুথ করুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে লড়ছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাট করছে লঙ্কানরা।

এক কথায় পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড়ে চাপা পড়া শ্রীলঙ্কাও বেশ ভালোই জবাব দিচ্ছে। তৃতীয় দিনেও উইকেটে না ভাঙায় সুযোগ কাজে লাগিয়েছেন স্বাগতিকরাও। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে তিন উইকেটে ২২৯ রান তুলেছে শ্রীলঙ্কা। উইকেটের এক প্রান্ত করুনারত্নে ধরে রেখে তৃতীয় দিন শেষ করেন ৮৫ রানে অপরাজিত থেকে। এই রান করতে ২১১ বল খেলেছেন লঙ্কান দলপতি, তার ইনিংসে চারের মার আটটি। অপর প্রান্তে ধনঞ্জয়া ২৬ রানে অপরাজিত।

চতুর্থ দিনে এসে নিজের শতক তুলে নেন করুণারত্নে। ইনিংসের ৮৬তম ওভারে তাসকিনের করা তৃতীয় বলে করুণারত্নে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শতক ছুঁতে করুণারত্নে খেলেন ২৪৮টি বল। এটি টেস্ট ক্যারিয়ারে তার ৭ম সেঞ্চুরি। আর টাইগারদের বিপক্ষে প্রথম। এর আগে বাংলাদেশের বিপক্ষে ৫৩ রান ছিল করুণারত্নের সর্বোচ্চ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৬১ রান। উইকেটে আছেন, করুণারত্নে (১০৫) ও ধনঞ্জয় (৩৮)। লঙ্কানরা পিছিয়ে আছে ২৭৮ রানে।

 

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়