তৃতীয় দিনেও এগিয়ে বাংলাদেশ
পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা রান পাহাড়ে চাপা পড়া শ্রীলঙ্কাও বেশ ভালোই জবাব দিচ্ছে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ২২৯ রান তুলেছে শ্রীলঙ্কা। অবশ্য বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৩১২ রানে।
আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। আজ ১৮ ওভার ব্যাটিং করে ৬৭ রান তোলে মুমিনুলরা। আগের ২৫ রানে অপরাজিত থাকা লিটন ৬৭ বলে ৫টি চার ১টি ছয়ে ঠিক ৫০ রান করে ফিরেছেন। তারপর দ্রুত মেহেদি হাসান মিরাজ (৩) ও তাইজুল ইসলামকে (২) হারিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে (৬*) নিয়ে ইনিংস ঘোষণার সময় মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৬৮ রানে।
বাংলাদেশি তারকা এই রান করতে বল খেলেছেন ১৫৬টি, চার মেরেছেন ৬টি। বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫৪১ রান তুলে। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্দো ৯৬ রানে চার উইকেট নিয়েছেন।
রানের পাহাড় গড়া বাংলাদেশ নিশ্চয় চাইছিল শুরুতেই উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলতে। সেটা হতে দেননি স্বাগতিকরা। তৃতীয় দিনেও উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক। তারপরও প্রথম ৮ ওভারে মাত্র ১১ রান তুলতে পেরেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তাসকিনের বলে থিরিমান্নেকে আউটও দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে পরে বেঁচেছেন লঙ্কান ওপেনার।
উইকেটে দাঁতে দাঁত চেপে শুরুর সময়টা কাটিয়ে পরে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে সাবধানে এগিয়েছেন থিরিমান্নে ও দিমুথ করুনারত্নে জুটি। অধিনায়ক করুনারত্নে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে ছিলেন শুরুর দিকে। মেহেদি হাসান মিরাজের বলে থিরিমান্নে কাটা পড়েন চা বিরতির আগ মুহূর্তে। দলীয় ১১৪ রানের মাথায় মিরাজের আর্ম বলে এলবিডব্লিউ হয়েছেন লঙ্কান ওপেনার। ১২৫ বল খেলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করেছেন তিনি।
চা বিরতির পর অল্প বিরতিতে আরও দুটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। থিরিমান্নে ফেরার পর ওসাদা ফার্নান্দোকে নিয়ে এগুচ্ছিলেন করুনারত্নে। বেশিদূর যেতে পারেনি এই জুটি। ১৫৭ রানের মাথায় ব্যক্তিগত ২০ রানে তাসকিন আহমেদের দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওসাদা। চারে নেমে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও সুবিধা করতে পারেননি। তাইজুল ইসলামের বলে ২৫ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক। এরপর দিনের বাকি সময়ে আর উইকেট উদযাপন করতে পারেনি বাংলদেশ।
ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দিয়েছেন ওপেনিং করতে নামা অধিনায়ক করুনারত্নে। তিনি অপরাজিত ৮৫ রান করে। এই রান করতে ২১১ বল খেলেছেন লঙ্কান দলপতি, তার ইনিংসে চারের মার ৮টি। অপর প্রান্তে ধনঞ্জয়া ২৬ রানে অপরাজিত। তৃতীয় দিনে পতন হওয়া শ্রীলঙ্কার তিনটি উইকেট ভাগ করে নিয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস