৯০ রানে ফিরলেন তামমি, বাংলাদেশ ১৮০/২
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতেই বিদায় নেন সাইফ হাসান। সতীর্থকে হারিয়ে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ ব্যাট করছিলেন ওপেনার তামিম ইকবাল। হাফসেঞ্চুরির পর সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন দেশ সেরা এই ওপেনার। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দুরে থাকতেই বিদায় নিয়েছেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ ও মুমিনুল হক শূন্য রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তামিম ১০১ বলে ১৫টি বাউন্ডারিতে ৯০ রান করে দলীয় ১৫২ রানে ক্যাচ আউট হন। এর আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে নেমে আগ্রাসী শুরুর বার্তা দেন তামিম।
লাকমালের করা ইনিংসের প্রথম ওভারেই দুইটি বাউন্ডারি হাকান তিনি। তবে হতাশ করেন সাইফ হাসান। সাদমান ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে রানের খাতা খুলতে পারেননি তিনি। বিশ্ব ফার্নান্দোর বলে লেগবিফোরের ফাদে পড়ে ফেরেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। এরপর উইকেটে আসেন শান্ত। তামিমের সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি।
দীর্ঘদিন ব্যাটে রান নেই শান্তর। এই ম্যাচ তার কাছে অনেক কিছু প্রমাণের। ব্যাটে হাতে যেভাবে এগোচ্ছেন, শেষপর্যন্ত ধরে রাখতে পারলে শান্ত নিজেও যেমন লাভবান হবেন, সঙ্গে তার দলও। প্রথম সেশন শেষে তামিম-শান্তর ব্যাটে ৯৮ রানের অবিচ্ছেদ্য জুটি। যেখানে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম। ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৫৩ বলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতকের দেখা পান এই বাঁহাতি ব্যাটসম্যান।
এদিন সমানভাবে কথা বলেছে তামিম-শান্ত ব্যাট। তামিম যেমন আগ্রাসী ব্যাটিং করেন, তেমন ধরে খেলার চেষ্টা করেন শান্ত। তবে রান বের করতে কার্পণ্য করেননি তিনি। ব্যক্তিগত ৩৭ রানে প্রথম সেশনের খেলা শেষ করেন শান্ত। অর্ধশতকের অপেক্ষায় থাকা এ বাঁহাতি ব্যাটসম্যান টেস্ট সবশেষ ফিফটির দেখা পেয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি