শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ। দুই ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক অধিনায়ক মমিনুল হক। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই মাঠে নেমেছে বাংলাদেশ। কারণ দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধা করতে পারছেনা টাইগাররা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে খুব বাজে দিন যাচ্ছে মুমিনুলদের। ফলে শ্রীলঙ্কার মাঠে জিতেই দেশে ফিরতে চান টাইগাররা।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: দিমুথ কুরানারত্নে (অধিনায়ক), লাহিরু থ্রিমান্নে, ওসাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), ওয়াইন্ডু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং বিশ্ব ফার্নাদো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ।
নিউজবাংলাদেশ.কম/ডি