News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ২০ এপ্রিল ২০২১

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান টেস্ট দলে দুই নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান টেস্ট দলে দুই নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নারাম আগের দিন ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই দলে ঠাঁই পেয়েছেন শ্রীলঙ্কার বর্তমান সময়ের প্রায় সব সেরা ক্রিকেটারই। দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন এই দলে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্ডিমাল থেকে শুরু করে সুরাঙ্গা লাকমাল- সবাই রয়েছেন।
আগামীকাল বুধবার থেকে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্বাগদিকদের ১৮ সদস্যের দলে রয়েছে দুটি নতুন মুখ। এরা হলেন বাঁ-হাতি স্পিনার প্রাভিন জয়াভিক্রমা এবং বা-হাঁতি পেসার দিলশান মধুশঙ্কা। কুশল মেন্ডিসকে আবারও রাখা হয়েছে দলের বাইরে। এছাড়া কুশল পেরেরা এবারও দলের বাইরে থাকলেন ইনজুরির কারণে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাকে দলে ফেরানোর সঙ্গে সঙ্গে ফেরানো হয়েছে অফ স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিসকেও।
শ্রীলঙ্কার টেস্ট দল:দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্ডিমাল, দাসুন সানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেনা সিলভা, সুরাঙ্গা লাকমাল, ওয়ানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, রমেশ মেন্ডিস, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, পাথুম নিশাঙ্কা, দিলশান মধুশঙ্কা, প্রাবিন জয়াভিক্রমা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়