ব্যর্থ ভুলে জিততেই মাঠে নামবো: মুমিনুল
আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই ভুগছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দৈন্যতার দশা বিদেশের মাটিতে টেস্টে। গত পাঁচ বছরে বিদেশে মাত্র একটা টেস্ট জিতেছে বাংলাদেশ দল! এবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টেস্টের ব্যর্থতা ভুলতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগের দিন অনলাইনে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
ভারত ও পাকিস্তান সফরে গিয়ে সাদা পোশাকের ক্রিকেটে দাঁড়াতেই পারেনি টাইগাররা। তার আগে দেশের মাটিতে আফগানিস্তানের মতো নবীন দলের বিপক্ষে টেস্ট হারতে হয়েছে। মাঝে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে। মোট কথা, আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপে জয় তো দূরের কথা এখনো একটা ম্যাচে ড্র পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। কিছুদিন আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে মুমিনুল হকের দলকে।
ক্যান্ডিতে কাল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুমিনুল বললেন, জিততেই গিয়েছেন শ্রীলঙ্কায়, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’
এছাড়া নিজের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে মুমিনুল বলেন, ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমি আসলে এসব নিয়েই মনোযোগী। আপনি যেগুলা বললেন (কোচ-অধিনায়ক ছাঁটাইয়ের গুঞ্জন) এগুলা নিয়ে কনসার্ন না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস