News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৫, ১৮ এপ্রিল ২০২১

পাঁচ নারী ফুটবলার করোনায় আক্রান্ত

পাঁচ নারী ফুটবলার করোনায় আক্রান্ত

হঠাৎ করো বেড়ে যাওয়াতে সারা দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনর ফলে ৫ এপ্রিল থেকে বাফুফে সকল ধরনের ফুটবল বন্ধ করে দিয়েছে। চলমান মহিলা ফুটবল লিগও স্থগিত হয়েছে। লিগে অংশগ্রহণ কারী ক্লাবগুলো ক্যাম্প বন্ধ করে দিয়েছে। বাফুফে মহিলা উইং এই পরিস্থিতিতে জাতীয় ফুটবলারদের নিজেদের পর্যবেক্ষণে রাখার জন্য বাফুফে ভবনে ক্যাম্পে ডাকে। 
বসুন্ধরা কিংসে জাতীয় দলের ২১ ফুটবলার। এরা ১১ এপ্রিল বাফুফে ভবনে আসেন। এরপর ১২ এপ্রিল করোনা টেস্টে করান। ১৪ এপ্রিল এই ২১ জনের মধ্যে ৫ জনের পজিটিভ রেজাল্ট আসে। কৃষ্ণা রাণী সরকার, মনিকা চাকমা, আনাই মুগিনি, রিতু ও নীলা বাফুফে ভবনেই আইসোলেশনে রয়েছেন। 
বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওরা এখন ভালো আছে। আমাদের মেডিক্যাল কমিটি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ওরা আইসোলেশনে রয়েছে।’
কোচ গোলাম রব্বানী ছোটন এই পরিস্থিতির মধ্যেও অনুশীলন করিয়ে  যাচ্ছেন। ভোরে বাফুফে ভবনে সাথে টার্ফে হয় বল নিয়ে অনুশীলন। বিকেলে মেয়েরা ভবনের চারতলায় সাইক্লিং করে। ক্যাম্পে এখন ৫৩ জন ফুটবলার রয়েছেন। কোচ ছোটন সামগ্রিক অবস্থা সম্পর্কে বলেন, ‘আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিংয়ে জাতীয় ফুটবলারদের আগেই টেস্ট করা হয়েছে। অন্য দল থেকে জাতীয় দলে আসাদের টেস্ট করেই অনুশীলন শুরু হয়েছে। সামনে নারী ফুটবলের ব্যস্ততা রয়েছে। এজন্য ফিটনেস ঠিক রাখতে অনুশীলন চালানো।’
করোনা আক্রান্ত কৃষ্ণা রাণী সরকার অনুর্ধ্ব ১৬ নারী দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ ২০১৭ সালে এএফসি অ-১৬ নারী আসরে মুল পর্বে খেলে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়