News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কায় দ্বিতীয় দিন কঠোর অনুশীলন টাইগারদের

শ্রীলঙ্কায় দ্বিতীয় দিন কঠোর অনুশীলন টাইগারদের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত সোমবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় পৌছে তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনের মতো কঠোর অনুশীলন করে মুমিনুল-মুশফিকরা। 
আগামীকাল শনিবার থেকে নিজেরা দুই দলে ভাগ হয়ে একটি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচের জন্য স্থানীয় কোনো ক্রিকেটার পাবে না বাংলাদেশ। ফলে বড় প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যেতে হয়েছে সফরকারীদের। দুই দিনের ম্যাচ শেষ হওয়ার পর সিরিজের জন্য মূল দল ঘোষণা করবে বাংলাদেশ।
টেস্ট সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। বাংলাদেশ দল দুই দিনের প্রস্তুতি ম্যাচটি শেষে ১৯ তারিখে ম্যাচের ভেন্যুতে চলে যাবে। ২১ তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ২৯ এপ্রিল।
উল্লেখ্য, দুই টেস্টের এই সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন সাকিব। পরে মোস্তাফিজুর রহমানকেও আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজ আইপিএল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়