৮ বছরের জন্য নিষিদ্ধ মাশরাফিদের সাবেক বোলিং কোচ স্ট্রিক
আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়কার পেস বোলিং কোচ হিথ স্ট্রিককে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০১৭ ও ২০১৮ সালে স্ট্রিক কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এরকম বেশ কয়েকটি ম্যাচ নিয়ে তদন্ত হচ্ছিল অনেকদিন ধরে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচও আছে সেখানে। ধারণা করা হচ্ছে, যেসব দলে তিনি কোচ হিসেবে কাজ করেছেন, সেখানে এক জুয়াড়ির প্রস্তাব সহজতর করার কাজ করেছেন তিনি। এর মধ্যে আছে বিভিন্ন তথ্য দেওয়াও।
শুরুতে অভিযোগগুলোর প্রতিবাদ করলেও পরে নিজের দায় স্বীকার করেছেন স্ট্রিক। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে স্ট্রিকের সম্পর্ক অনেক দিনের। খেলোয়াড়ি জীবনে জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে এসেছেন এখানে। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। পরে ২০১৪ সালের মে মাসে তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
তার সময়ে বাংলাদেশের বোলিংয়ের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দুই বছরের মেয়াদ শেষে তাকে ধরে রাখতে চেয়েছিল বিসিবি। কিন্তু তিনি চুক্তি নবায়ন করেননি। খেলোয়াড়ি জীবনে অন্যতম সফল অলরাউন্ডার ছিলেন হিথ স্ট্রিক। দেশের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
২০০৯ সালের আগস্টে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পান স্ট্রিক। এছাড়াও তিনি জিম্বাবুয়ের তরুণ ফাস্ট বোলারদেরকে প্রশিক্ষণের সাথে জড়িত ছিলেন। এরপর ২০১৪ সালের মে মাসে নেন বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব। ২০১৬ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও তিনি বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দলের পরামর্শকেরও কাজ করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস