করোনায় বাংলাদেশে আটকা ৫ দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেটার
ভয়াবহ করোনা প্রবল দাপটে দিশেহারা গোটা বিশ্ব! বাংলাদেশে করোনা সংক্রমণ কমাতে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এমতাবস্থায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডের চারটি খেলেই আজ ভোর ৪টায় ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সদস্যরা।
কিন্তু দলছুট হয়ে গেছেন পাঁচজন। করোনায় আক্রান্ত হওয়ায় এই পাঁচ প্রোটিয়া প্রমিলা ক্রিকেটারের দেশে ফেরা হয়নি, থেকে গেছেন বাংলাদেশেই। সকালে আবার তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। আগামি ছয় ঘণ্টার মধ্যেই তাদের প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ দলের কারো করোনা ধরা পড়েনি।
মঙ্গলবার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সকালে তিনি সাংবাদিকদের বলেন,“ওই পাঁচ ক্রিকেটারকে আজ সকালে কোভিড টেস্ট করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। বাকিরা চলে গেছে। বাংলাদেশের সবাই নিরাপদে আছে।’
বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম চারটি ম্যাচের সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। গত পরশু চতুর্থ ওয়ানডেতেও ১১০ রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সূচি অনুযায়ী সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল আজ।