শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমনাত্মক খেলতে বললেন সুজন
শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারাতে সতীর্থদের প্রতিটি সেশনেই ভালো করার আহবান জানিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। পাঁচ দিনে পনেরটি সেশনের একটিতেও পিছেয়ে থাকলে চলবে না, সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে একথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। দলের টিম লিডার খালেদ মাহমুদ সুনজন বললেন, লঙ্কা বধে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেটের কোন বিকল্প নেই।
প্রতিপক্ষ্যর সাথে বিনা যুদ্ধে হাল ছাড়ার পক্ষপাতি নন সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ। তার একটাই কথা-যেহেতু স্কিলের দিক থেকে তামিম-মুশফিক-মুমিনুলরা স্বাগতিকদের চেয়ে কোনভাবেই পিছিয়ে নেই তাহলে কেন ইতিবাচক ও আক্রমনাত্মক ক্রিকেট নয়? একই সাথে নিজেদের সেরাটি উজাড় করে দিয়ে দলের পরিকল্পনার বান্তবায়ন ঘটাতে পারলে বিজয় তিলক পড়া কঠিন হলেও অসম্ভব হবে না।
এ বিষয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন,‘এই জিনিসটা মাথায় নিয়েই খেলতে হবে, পজিটিভ, আক্রমনাত্মক ক্রিকেট। আমি সবসময় পজিটিভ ক্রিকেট খেলার কথা বলি, অ্যাটিচিউড অনেক গুরুত্বপূর্ণ। যে অ্যাটিচিউড আমি দেখেছি দুই বছর আগে। সেরকমটা দেখতে চাই, মাঠে লড়াই করবে, ফল কী হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।’
এছাড়া শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে বলেন,‘কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনের শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’
টেস্ট ম্যাচেই সেশন বাই সেশন ধরে এগুতে পারলে এবং লম্বা সময় মনোযোগ ধরে রাখতে পারলে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে গড়ান উইন্ডিজ সিরিজের পুনরাবৃত্তি হবে না বলেও মত তার। সুজন বলেন,‘অবশ্যই আমরা চাই জিততে। রেজাল্ট কি হবে...। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’
অনেকেই বলছেন এখন সময় এসেছে সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরও দলের হাল ধরতে হবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, ক্রিকেট রণে খালেদ মাহমুদের অভিধানে জুনিয়র বা তরুণ বলতে কোন শব্দই নেই। তিনি বলেন,‘আমি তরুণ বলিনা, আমার কাছে সবাই সমান আসলে। যদিও তামিম, মুশফিক মুমিনুলের অভিজ্ঞতা অনেক। তারপরও দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আপনি যখন নামবেন তখন দায়িত্বটা সবারই সমান। ভালো খেলার দায়িত্ব সবারই। ’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আজ সোমবার দুপুরে উড়াল দিয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সোমবার দুপুর সাড়ে ১২টায় দ্বীপ দেশটির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে লাল সবুজের দল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি