News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৪, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

১৫ ওভারেই সাত উইকেটে জয় অস্ট্রেলিয়ার

১৫ ওভারেই সাত উইকেটে জয় অস্ট্রেলিয়ার

ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫.২ ওভারেই সাত উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টির পর মাত্র ৩৯ রানের জন্য ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দ্রুত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে বিশ্বকাপে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মাইকেল ক্লার্কের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড মাত্র ২৫.৪ ওভারে ১৩০ রানে অলআউট হলে এর পরপরই ব্যাটিংয়ে নেমে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে তিন উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল।

বিরতির সময় শেষ হলেও বৃষ্টির কারণে বেশি কিছুক্ষন খেলা বন্ধ থাকে। তখণ জিততে স্বাগতিকতের প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। তখনও সাত উইকেট ও ৩৬.৪ ওভার হাতে ছিল তাদের। বৃষ্টির আগে অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল ক্লার্ক ৪৭, অ্যারন ফিঞ্চ ২০ ও শেন ওয়াটসন ২৪ রান করে সাজঘরে ফেরেন।

এরপর ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন। ওয়ার্নার ৬ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন দু’টি চার ও দু’টি ছক্কায়। এছাড়া ফকনার ৬ বলে ১৬ রানের ইনিংস খেলেন দু’টি বাউন্ডারি ও একটি ছক্কায়।

এর আগে হোবার্টের বেলরিভ ওভালে টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয় স্কটল্যান্ড। ওপেনার কাইল কোয়েটজা শূন্য রানেই স্টার্কের বলে ক্যাচ আউট হন। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারালে ম্যাকলউর্ডের সঙ্গে জুটি গড়েন ম্যাট ম্যাচান। দুজনে মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দলীয় ৩৬ রানের মাথায় ম্যাকলউড ব্যক্তিগত ২২ রান করে স্টার্কের বলে ক্যাচ আউট হন।

এরপর ম্যাট ম্যাচান সর্বোচ্চ ৪০ রান করে আউট হন। বাকিদের মধ্যে জশ ডেভি ২৬ ও মিচেল লেস্ক ২৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া স্কটল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ২৫.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় তারা।

এ দিন অজি পেসার মিচেল স্টার্ক বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। মাত্র ৪.৪ ওভার বল করে ১৪ রানে একাই স্কটল্যান্ডের চারটি উইকেট শিকার করেছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়