১৩০ রানেই অলআউট স্কটল্যান্ড
ঢাকা: বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩০ রানে অলআউট হয়েছে স্কটল্যান্ড। শনিবার হোবার্টের বেলরিভ ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় তারা। এ দিন অজি পেসার মিচেল স্টার্ক বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। মাত্র ৪.৪ ওভার বল করে ১৪ রানে একাই জিম্বাবুয়ের চারটি উইকেট শিকার করেছেন তিনি।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি মাইকেল ক্লার্ক। হোবার্টের বেলরিভ ওভালে চলতি ক্রিকেট বিশ্বকাপের পুল ‘এ’র শেষ লড়াইয়ে মুখোমুখি হয় ওয়ানডেতে এক নম্বর দল অস্ট্রেলিয়া ও আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ড। এর আগে, স্কটিশরা চারবার মুখোমুখি হয় অজিদের। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করতে নেমে ওপেনার কাইল কোয়েটজা শূন্য রানেই স্টার্কের বলে ক্যাচ আউট হন। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারালে ম্যাকলউর্ডের সঙ্গে জুটি গড়েন ম্যাট ম্যাচান। দু-জনে মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দলীয় ৩৬ রানের মাথায় ম্যাকলউড ব্যক্তিগত ২২ রান করে স্টার্কের বলে ক্যাচ আউট হন।
এরপর ম্যাট ম্যাচান সর্বোচ্চ ৪০ রান করে আউট হন। বাকিদের মধ্যে জশ ডেভি ২৬ ও মিচেল লেস্ক ২৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া স্কটল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ২৫.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় তারা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম