News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ড জিতলো ম্যাচ, বাংলাদেশ হৃদয়: ভারতীয় পত্রিকা

নিউজিল্যান্ড জিতলো ম্যাচ, বাংলাদেশ হৃদয়: ভারতীয় পত্রিকা

শুক্রবার বিশ্বকাপে পুল ‘এ’র শেষম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের ৩ উইকেটের হারকে অত্যন্ত গৌরবজনক পারফর্মেন্স বলে উল্লেখ করেছে ভারতের হিন্দি অনলাইন সংবাদ মাধ্যম নবভারত টাইমস।    

ওই শ্বাসরুদ্ধকর ম্যাচের ওপর করা তাদের প্রতিবেদনের শিরোনাম লেখা হয়েছে-- “নিউজিল্যান্ডনে জিতা ছটা ম্যাচ, বাংলাদেশনে দিল” অর্থাৎ “নিউজিল্যান্ড জিতলো ষষ্ঠ ম্যাচ, বাংলাদেশ জিতেছে হৃদয়”।
 
পত্রিকাটি লিখেছে-- নিউজিল্যান্ড বিশ্বকাপে পুল ‘এ’র অসম্ভব রোমাঞ্চকর এক ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে গ্রুপে নিজেদের টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করে ২৮৯ রানের টার্গেট দেওয়ার পর বাংলাদেশ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।

তবে লোয়ার অর্ডারের কোরি অ্যান্ডারসনের ২৬ বলে ৩৯ রান আর তার পার্টনার ড্যানিয়েল ভেট্টোরির দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই নিউজিল্যান্ড ২৯০ রান করে তিন উইকেটে জয়ী হয়। অবশ্য নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে ঠিক-ই কিন্তু সবার হৃদয় জিতে নিয়েছে বাংলাদেশের টাইগাররা।

ওই প্রতিবেদনে ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদের ভূয়সী প্রশংসা করে বলা হয়, মাহমুদুল্লাহ আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর এবারও স্বরূপে আবির্ভূত হন। ১২৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১২৮ রানের শানদার ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত তিনি আউট হননি। এই ইনিংসের মাধ্যমে তিনি এবারকার বিশ্বকাপের সবচেয়ে ভয়াবহ বোলিং অ্যাটাকের ক্ষমতাধারী হিসেবে প্রমাণিত নিউজিল্যান্ড দলের বিরুদ্ধেও বাংলাদেশকে ২৮৮ রানে পৌঁছে দেন।

বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়দেরও প্রশংসা করা হয় ওই প্রতিবেদনে।

নিউজবাংলাদেশ.কম/একে     

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়