হঠাৎ হোম অব ক্রিকেটে মুশফিক
ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতে সবার আগে মাঠে উপস্থিত হন মুশফিকুর রহিম। সেই মুশফিকই গত চার মাস ধরে গৃহবন্দি! করোনার মধ্যে বসে থাকেননি তিনি। বাসা, গ্যারেজ, বাড়ির সামনের রাস্তাকে রীতিমত অনুশীলন কেন্দ্র বানিয়ে ফেলেছেন।
তাতেও অবশ্য মন ভড়ছে না তার। সোমবার দুপুরে হুট করেই মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে গেছেন। সেটা আবার ফেসবুকের মাধ্যমে ভক্তদেরও জানিয়ে দিয়েছেন। গত মার্চ থেকে করোনাভাইরাসের প্রকোপে ক্রিকেট বন্ধ। এই সময়ে ক্রিকেটাররা পুরোপুরি গৃহবন্দি।
তবে বিসিবির দেওয়া রুটিন মেনে ফিটনেস নিয়েও কাজ করছেন তারা। জানা গিয়েছিল, গত মাসে নিজ উদ্যোগে মিরপুরে অনুশীলন করার অনুমতি চেয়েছিলেন মুশফিক। কিন্তু বিসিবি তার আবেদনে সাড়া দেয়নি। করোনাকাল হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে ক্রিকেট ফেরাতে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ডও।
তবে অনুশীলনের আনুষ্ঠানিক অনুমতি না মিললেও সোমবার হোম অব ক্রিকেটের সবুজ ঘাস মাড়িয়ে গেলেন মুশফিক। সেখানে নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানালেন, প্রিয় মাঠটিকে খুব মিস করছেন। ফেসবুক পেজে তিনি লিখেছেন ‘সবাইকে সালাম। আমি এই অসাধারণ মাঠটি অনেক বেশি মিস করছিলাম। একমাত্র আল্লাহ জানে আবার কখন আমরা অনুশীলন শুরু করতে পারবো।’
ক্রিকেটের প্রতি মুশফিকের এই আবেগ-ভালোবাসা সতীর্থদের সবারই জানা। তাইতো তামিমের লাইভ আড্ডায় মুশফিককে নিয়ে মাশরাফি মজা করেই বলেছিলেন, ‘মাঠ এবং অনুশীলন ছাড়া তো মুশফিক বেশিদিন থাকতে পারবে না। দম বন্ধ হয়ে মারা যাবে।’ আজ মিরপুর ঘুরে যাওয়ার পর কিছুটা হলেও চাঙা থাকবেন মুশফিক।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস