News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ জুন ২০২০
আপডেট: ০৬:০০, ২৮ জুন ২০২০

এফএ কাপের সেমিতে ম্যানইউ

এফএ কাপের সেমিতে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ছিটকে গেছে অনেক আগেই। ম্যানইউ সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতো পয়েন্টও তুলতে পারবে কিনা তা নিয়েও বড় শঙ্কা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি (৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট)।
তবে এফএ কাপের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে ম্যানইউ।
শনিবার (২৭ জুন) রাতে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইউনাইটেড।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নরউইচ সিটির মাঠে ১-১ গোলে ড্র করেছিল ম্যানইউ। শনিবার নিজেদের মাঠে ফিরতি লেগে ২-১ গোলে জিতে সেমির টিকিট নিশ্চিত করেছে পগবা, লিংগার্ডরা।
অবশ্য কোয়ার্টারের দ্বিতীয় লড়াইয়ে নরউইচকে হারাতে কম বেগ পেতে হয়নি ম্যানচেস্টারের ক্লাবটিকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে ড্র ছিল। অর্থাৎদুই লেগ মিলিয়ে তখন ২-২ ব্যবধানের সমতা। পরে যোগ করা সময়ে অধিনায়ক হ্যারি মাগুইরের গোলে সেমি নিশ্চিত হয়েছে ম্যানইউর।
মাঠের ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপটই বেশি ছিল। ৬৪ শতাংশ বলের দখল ছিল ম্যানইউর পায়ে। স্বাগতিকরা প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছিল ৩৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। তবুও প্রথমার্ধে গোলের দেখা মিলেনি। ৫১ মিনিটে ওডিওন ইগালোর গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যানইউ। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা।
৭৫ মিনিটে টড ক্যান্টওয়েলের গোলে সমতায় ফিরে নরউইচ। ৮৮ মিনিটে টিম ক্লস লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিনত হয় সফরকারী দলটি। তবে এই সুযোগ পেয়েও গোল আদায় করতে পারছিল না ম্যানইউ। যাতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ১১৮ মিনিটে দারুণ এক গোল করে ম্যানইউকে ২-১ গোলে এগিয়ে নেন হ্যারি মাগুইরে। শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচের ফল নির্ধারন হয়েছে।
রোববার কোয়ার্টারের অপর লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়