মুশফিকের চুল কেটে দিলেন স্ত্রী মন্ডি
করোনাকালে ঘরে বসেই সময় পার করছেন মুশফিকুর রহিম। যদিও একেবারে বসে নেই জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যায়াম করে ফিটনেস ঠিক রাখছেন। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।
তবে কোভিড-১৯ পরিস্থিতিতে যেহেতু বাইরে যেতে পারছেন না, তাই মুশফিকের চুলের বেহাল দশা। কিন্তু তার এমন অবস্থা দেখে খোদ স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি এগিয়ে এলেন। কেটে দিলেন মুশফিকের চুল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেন মুশফিক। আর ক্যাপশনে লিখেন, ধন্যবাদ আমার স্ত্রীকে, যে এত সুন্দরভাবে চুল কেটে দিল।
এর আগে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর দলের অন্যতম ফিনিশার ও সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিক। পরে ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারিতে এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি