News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ১৪ জুন ২০২০
আপডেট: ২০:২৮, ১৪ জুন ২০২০

মিডিয়ায় কথা বললে চাকরি হারাবেন বিসিসিআই কর্মীরা!

মিডিয়ায় কথা বললে চাকরি হারাবেন বিসিসিআই কর্মীরা!

কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেটের ব্যাপারে শোনা যাচ্ছে একেক তথ্য। বিশেষ করে করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া আইপিএলের ব্যাপারে। কখনও খবর বের হয় আগামী বছর হবে আইপিএল, আবার কখনও জানা যায় যেকোন মূল্য এ বছরই হবে এটি।

আবার জানা যায়, ভারত নয় অন্য কোন দেশে হতে পারে আইপিএলের ১৩তম আসরটি। এসব যে, পুরোপুরি উড়ো খবর তা বলার সুযোগ নেই। কেননা প্রতিটি খবরেরই সুত্র হিসেবে থাকেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উচ্চপদস্থ কোন কর্মকর্তা।

আর এমন নানার ধরনের খবরের কারণে বিশ্ববাসীর কাছে ভারতীয় ক্রিকেটের এক অস্থিতিশীল অবস্থার বার্তাই পৌঁছায়। তাই মোটামুটি নিয়ম করে বিসিসিআই কর্মীদের মিডিয়ায় কথা বলা বন্ধ করা হচ্ছে। সে লক্ষ্যে এরই মধ্যে প্রায় একশর বেশি কর্মকর্তাকে এ বিষয়ক ই-মেইল দেয়া হয়েছে বিসিসিআই সদর দপ্তর থেকে।

বিসিসিআই সচিব জয় শাহ এ ব্যাপারে জানিয়েছেন, বোর্ডের কোন কর্মী যদি অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমে কথা বলেন, তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বেতন ছাড়া ছুটি কিংবা চাকরি থেকে ছাটাই পর্যন্ত করা হতে পারে।

ক্রিকেট নেক্সটকে জয় শাহ বলেছেন, আমরা জানতে পেরেছি যে বিসিসিআইয়ের কয়েকজন চাকুরে মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে। যা আমাদের চুক্তির বরখেলাপ। এছাড়াও এতে করে বোর্ডের মূল্যবান ও গোপনীয় তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে।

আমরা আশা করছি, যারা বোর্ডের অনুমতি ছাড়াই মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে এবং ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন তথ্য ফাঁস করে দিচ্ছেন, তারা খুব দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। ভবিষ্যতে যদি বিসিসিআইয়ের কোন কর্মী অনুমতি ছাড়াই মিডিয়া কিংবা অন্য কোনভাবে কোন সাক্ষাৎকার দেয়, তাহলে শক্ত পদক্ষেপ নেয়া হবে। যা হতে পারে চাকরি থেকে ছাটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়