দুই রত্নকে নিয়ে আমি সৌভাগ্যবান: সাকিব
নিজের দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর থেকে করোনাভাইরাসের কারণে আটকা পড়ে গেছেন সেখানেই।
তবে করোনার কারণে সেখানে আটকা পড়লেও, রয়েছেন নিজের পরিবারের সঙ্গেই। যার ফলে সময়টা দারুণভাবেই কেটে যাচ্ছে সাকিবের। যা বোঝা যায় সাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলোতে চোখ রাখলেই।
গত ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেছে সাকিবের দ্বিতীয় কন্যা ইররাম হাসান। বড় মেয়ে আলায়না হাসান এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে মিলে ছোট মেয়ের দেখভাল করেই কেটে যায় সাকিবের সময়। দুই কন্যাকে একসঙ্গে আগলে রাখার বেশ কয়েকটি ছবিও সাকিব পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তেমনই আজ (শনিবার) দুপুরে দুই কন্যাকে দুই কোলে নেয়া একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এ দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে।
নিউজবাংলাদেশ.কম/এনডি