ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি
আইসিসির এফটিপির সূচি অনুযায়ী আগামী মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে এখনও এই সফর নিশ্চিত নয়। যদিও শ্রীলঙ্কা দল ইতোমধ্যে মাঠের অনুশীলনে ফিরেছে। তবে বাংলাদেশ দল অনুশীলনে ফিরতে পারেনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তের পরই টাইগারদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।
আকরাম খান বলেন, ‘আমরা আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, এজন্য অপেক্ষা করছি। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি ভালো না। তাই কিছু করার নেই আমাদের। আমরা কোনো ধরনের ঝুঁকি নেব না।’
সোমবার (জুন ০৮) এশিয়া কাপ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভা আছে, যেখানে এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বুধবার (জুন ১০) করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও’র সঙ্গে আমার কথা হয়েছে। এসিসির মিটিং এবং ১০ তারিখে আইসিসির মিটিংয়ের পরই আমরা এই সফর নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে সফরটি নিয়ে আমরা প্রধান কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করছি। খেলোয়াড়দের সঙ্গেও নিয়মিত কথা বলছি, তাদের মতামত জানার চেষ্টা করছি।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি