News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ১ জুন ২০২০
আপডেট: ০৪:২১, ৭ জুন ২০২০

ক্রিকইনফোর একাদশে সাকিব

ক্রিকইনফোর একাদশে সাকিব

প্রায় তিন মাস ধরে বন্ধ মাঠের ক্রিকেট। কিন্তু তার পরেও থেমে নেই ক্রিকেট নিয়ে আলোচনা। সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার, ইতিহাস-পরিসংখ্যানবিদরা ঠিকই নতুন নতুন সব আয়োজনে গরম করে রেখেছেন বিশ্ব ক্রিকেটাঙ্গন।

লকডাউনের মধ্যে প্রায় সবাই বের করার চেষ্টা করছেন নিজেদের পছন্দের একাদশ। যেখানে একজনের সঙ্গে মিল থাকে না আরেকজনের। যা খুবই স্বাভাবিক। কেননা এসব একাদশ বানানো হয় নিজেদের পছন্দের ভিত্তিতে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো চেষ্টা করেছে তথ্য-উপাত্তের ভিত্তিতে বর্তমান সময়ের সেরা তথা স্বপ্নের ওয়ানডে একাদশ বাছাইয়ের। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ থেকে শুধুমাত্র সাকিবকেই বেছে নিয়েছে ক্রিকইনফো। অধিনায়ক হিসেবে তারা দিয়েছে চমক, বিরাট কোহলি দলে থাকার পরেও তারা এ দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে।

ক্রিকইনফোর এই স্বপ্নের একাদশে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সাবেক চ্যাম্পিয়ন ভারত থেকে। এছাড়া বাকি তিনজন রয়েছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ইংলিশ পেসার জোফরা আর্চারকে।

ক্রিকইনফোর বর্তমান সময়ের স্বপ্নের ওয়ানডে একাদশ

১. রোহিত শর্মা (ভারত)- ২২৪ ম্যাচে ৯১১৫ রান, ২৯ সেঞ্চুরি, সর্বোচ্চ ২৬৪

২. জেসন রয় (ইংল্যান্ড)- ৮৭ ম্যাচে ৩৪৩৪ রান, ৯ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৮০

৩. বিরাট কোহলি (ভারত)- ২৪৮ ম্যাচে ১১৮৬৭ রান, ৪৩ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৮৩

৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ১৫১ ম্যাচে ৬১৭৩ রান, ১৩ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৪৮

৫. জস বাটলার (ইংল্যান্ড)- ১৪২ ম্যাচে ৩৪৮৩ রান, সেঞ্চুরি ৯, সর্বোচ্চ ১৫০

৬. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৯৫ ম্যাচে ২৬৮২ রান ও ৭০ উইকেট, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১০২*

৭. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২০৬ ম্যাচে ৬৩২৩ রান ও ২৬০ উইকেট, সেঞ্চুরি ৯, সর্বোচ্চ ১৩৪*

৮. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ১০১ ম্যাচে ১৪৩ উইকেট, সেরা বোলিং ৬/৪৫

৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৯১ ম্যাচে ১৭৮ উইকেট, সেরা বোলিং ৬/২৮

১০. কুলদ্বীপ যাদভ (ভারত)- ৬০ ম্যাচে ১০৪ উইকেট, সেরা বোলিং ৬/২৫

১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)- ৬৪ ম্যাচে ১০৪ উইকেট, সেরা বোলিং ৫/২৭

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়