News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ মে ২০২০
আপডেট: ১৭:১১, ২৬ মে ২০২০

কাশ্মীর ইস্যুতে সতীর্থ খেলোয়াড়ই ধুয়ে দিলেন আফ্রিদিকে

কাশ্মীর ইস্যুতে সতীর্থ খেলোয়াড়ই ধুয়ে দিলেন আফ্রিদিকে

সারাবিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে চিন্তিত, তখন কয়েকদিন আগেই কাশ্মীর ইস্যু নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে ব্যস্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ভারতের কয়েকজন ক্রিকেটার। কাশ্মীরকে ঘিরে ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলেন আফ্রিদি, যার বিপরীতে কড়া উত্তর দিয়েছিলেন গৌতম গম্ভীর, হরভজন সিং, সুরেশ রায়নারা।

ঘটনা সেখানেই থামতে পারতো। কিন্তু তা থামতে দিলেন না আফ্রিদিরই একসময়কার সতীর্থ খেলোয়াড় দীনেশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কানেরিয়ার মতে, কাশ্মীর ইস্যুতে আফ্রিদির মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টিভিকে কানেরিয়া বলেছেন, ‘যেকোন বিষয়ে কিছু বলার আগে আফ্রিদির উচিৎ আরও চিন্তাভাবনা করা। সে যদি রাজনীতিতে যোগ দিতে চায়, তাহলে ক্রিকেট ছেড়ে দেয়াই ভালো। আপনি রাজনীতিবিদদের মতো কথা বললে ক্রিকেট থেকে দূরে থাকাই শ্রেয়। তার মতো এমন মন্তব্য শুধু ভারতেই নয়, পুরো বিশ্বেই পাকিস্তান ক্রিকেটের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে।’

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে ভাইরাল হওয়ার এক ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘বিশ্ব এখন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। তবে মোদি মনেপ্রাণে এর চেয়েও বিপদজনক। মোদি কাশ্মীরে সাত লক্ষ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনা সংখ্যার সমান।’

এদিকে কানেরিয়া আরও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে, এখন আবার তাদের ব্যাপারে এমন মন্তব্য কোন বন্ধুত্বের পর্যায়ে পড়ে না। উল্লেখ্য, পাকিস্তানে করোনা মোকাবিলায় যুবরাজ সিং, হরভজন সিংদের কাছ থেকে বিভিন্ন অনুদান নিয়েছিলেন আফ্রিদি।

সে বিষয়ের দিকে ইঙ্গিত করেই কানেরিয়া বলেছেন, ‘সে (আফ্রিদি) প্রথমে তাদের (ভারতীয় ক্রিকেটার) কাছে সাহায্যের আবেদন করলো। সাহায্য পেয়ে যাওয়ার পর এখন তাদের দেশ এবং প্রধানমন্ত্রীর ব্যাপারে যা তা বলে বেড়াচ্ছে। এটা কোন ধরনের বন্ধুত্ব?’

আরও অনেকের মতো কানেরিয়াও চান খুব দ্রুতই যেন ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হয়ে যাই। তার ভাষ্য, ‘দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিৎ। ভারত এবং পাকিস্তানের হয়তো কিছু রাজনৈতিক সমস্যা রয়েছে। আমি মনে করি দুই দেশের সরকারের এসবের সমাধান করে নেয়া উচিৎ, যেনো ক্রিকেটটা ফিরতে পারে।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়