এবার তামিমের লাইভে অতিথি মুমিনুল-সৌম্য-লিটন
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে সব ধরনের ক্রিকেট স্থগিত। এই অবসরে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন। এবার সেই আড্ডায় থাকছেন তার জাতীয় দলের তিন সতীর্থ মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাশ।
শুক্রবার তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী শনিবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এই তিন টাইগার তারকার ব্যাটসম্যানের সঙ্গে গল্পে মাতবেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম।
নিজের এবং মুমিনুল-সৌম্য-লিটনের ছবি এক করে পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘দ্য ট্রিপল ট্রিট! আগামীকাল শনিবার রাত ১০.৩০ মিনিটে আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউভ লাইভে অংশগ্রহণ করুন। এই লাইভ স্ট্রিমটি কপিরাইটের অধীনে। কেবল সংক্ষিপ্ত ক্লিপগুলি সংবাদের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।’
তামিমের পোস্টটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার দিয়েছেন লিটন দাশ।
এর আগে তামিম সর্বশেষ লাইভ আড্ডা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে। আজ শুক্রবার (১৫ মে) ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে আড্ডা দেবেন তিনি।
জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকেও লাইভে নিয়ে আসেন। পরে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে এক সঙ্গে লাইভে আনেন এই বাঁহাতি ওপেনার।
তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়ও।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস