আবারও সেঞ্চুরি রিয়াদের
ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছে মাহদুদউল্লাহ রিয়াদ। দারুণ ফর্মে থাকা জাতীয় দলের অলরাউন্ডার বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন। ১১৬ বলে ১১ চার ও দুই ছয়ে ১১৫ রান করে এখনও অপরাজিত তিনি। বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ২৬৫ রান।
শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে আবরও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। ইমরুল ২ ও তামিম মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রিয়াদ। ওয়ানডাউনে ব্যাট করতে নামা সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন। আগের ম্যাচেও ৮ রানে ২ উইকেট পড়ার পর এ দু’জন ৮৬ রানের জুটি গড়েছিলেন।
আগের ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করে আউট হন। তার আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন রিয়াদ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম