News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৯, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৮, ১৮ জানুয়ারি ২০২০

টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

ঢাকা: বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান।


সকালে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। টসে হেরে ব্যাট করতে নেমে তাদের এখন সংগ্রহ ৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১১ রান।  ক্রিজে রয়েছেন ২ ওপেনার নওরোজ মঙ্গল  ও জাভেদ আহমাদি ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান মুখোমুখি হয়েছে। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

আফগানিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে এসেছেন নওরোজ মঙ্গল এবং জাভেদ আহমাদি।

২০১৫ বিশ্বকাপের পুল ‘এ’র পয়েন্ট টেবিলে সমান দুই পয়েন্ট নিয়ে এক কাতারেই রয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংলিশরা। আফগানিস্তানের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা শেষ হয়েছে আরো আগেই।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানিস্তানের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে খেলেছিল আফগানরা।

ইংল্যান্ড দল: ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, জেমস ট্রেডওয়েল, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলাত জাদরান, জাভেদ আহমাদি, নাসির জামাল এবং শফিকুল্লাহ।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়