অর্ধশতক হাঁকিয়ে আরও এগিয়ে যাচ্ছেন রিয়াদ
ঢাকা: আগের ম্যাচে ইংলিশদের বিপক্ষে জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আবারও ব্যাট হাতে জ্বলে উঠেছেন। শুক্রবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়ে আরও এগিয়ে যাচ্ছেন তিনি। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৯৬ বল মোকাবেলা করে তার ব্যক্তিগত সংগ্রজ ৮৪ রান। বাংলাদেশের দলীয় রান ৪১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রান। জাতীয় দলের ২৯ বছর বয়সী অলরাউন্ডার বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন।
এর আগের ম্যাচে প্রথম বাংলাদেশী হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তিনি। ইংলান্ডের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচে সেরা হয়েছেন রিয়াদ। তার আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান করেন। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটিই প্রথম ধারাবাহিক পারফরম্যান্স। এর আগে আর কোনো ব্যাটসম্যান ধারাবাহিক ভাবে ভালো করতে পারেনি।
দুই ওপেনারের ব্যার্থতার পর অসাধারণ ব্যাট করে যাচ্ছেন মাহমুদুল্লাহ। তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকারকে নিয়ে গড়েছেন ৯০ রানের জুটি। সৌম্য সরকার ৫১ রান করে ভেট্টোরির বলে সাজঘরে ফেরেন। কিন্তু রিয়াদ ৬৩ বলে পৌঁছে যান ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরির মাইলফলকে। তার গুরুত্বপূর্ণ ইনিংসে ৫টি বাউন্ডারি রয়েছে। মাহমুদউল্লাহ এগিয়ে গেলেও সাকিব আল হাসান এ ম্যাচেও ভালো করতে পারেনি। মাত্র ২৩ রান করে অ্যান্ডারসনে বলে ক্যাচ আউট হয়েছেন সাকিব।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম