ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে সরকার
ঢাকা: বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছে জাতীয় দলের ২২ বছর বয়সী তরুণ অলরাউন্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ৫৫ বল মোকাবেলা করে সাতটি বাউন্ডারিতে নিজের অর্ধশতক পূর্ণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশতক। এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪০ রান করেন তিনি।
এদিন হ্যামিল্টনে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় চার রানের মাথায় ইমরুল কায়েস মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন। এরপর তামিম ইকবালের সঙ্গে ওয়ানডাউটে জুটি গড়েন তিনি। তামিমও ব্যক্তিগত ১৩ রানে আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৯০ রানের শক্ত জুটি গড়েন। তবে অর্থশতক হাকিয়ে আর বেশি এগুতে পারেননি সৌম্য। দলীয় ১১৭ রানের মাথায় ব্যক্তিগত ৫১ রান করে ভেট্টোরির বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তরুণ এ ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তার ব্যক্তিগত ৬ষ্ঠ এক দিনের ম্যাচ। বিশ্বকাপের পাঁচ ম্যাচ ছাড়া গতবছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্যাটিং ছাড়াও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ
নিউজবাংলাদেশ.কম