ডেসিং রুমে মাশরাফি ভাইকে বাবা হিসেবে চিনি: তামিম
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে অনন্য অবদান রেখেছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তার কাধেঁ তখন জাতীয় দলের দায়িত্ব ছিলে ক্রিকেটাদের আগলে রেখে বাবার মতো করেই। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল খান।
গত সোমবার রাতে মাশরাফিকে নিয়ে করা ফেসবুক লাইভে এ ঘটনা উল্লেখ করে তামিম বলেন, “ একটা কথা আজ সবাইকে বলছিল। মাশরাফি ভাই আমাদের বড় ভাই ছিলনা। তিনি ছিলেন আমাদের বাবার মতোই।’
এছাড়া তামিম বলেন, ‘আমরা ড্রেসিংরুমে খেলোয়াড়রা মাশরাফি ভাইকে বাবা হিসেবেও চিনি। বাবা মানে হইলো, আলহামদুলিল্লাহ্! উনি যা বলে, যেটা বলে, কেমনে না কেমনে যেন হুবহু মিলে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে একদম একশতে একশ।’
‘আল্লাহই জানে, কেমন করে এটা হয়। আপনার সাথে মনে হয় জিন আছে বা অন্য কিছু। এছাড়া আপনি ক্রিকেটারদের যেভাবে আগলে রেখেছেন সবাই মনে রাখবে। আমি চেষ্টা করছি আপনার মতো করে অধিনায়কত্ব করতে। দোয়া করবে যেন আপনার মতো হতে পারি।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেএইচ