News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৪, ৩ মে ২০২০
আপডেট: ০৪:২০, ৯ মে ২০২০

মুশফিকের ডেসিং রুমের ‘অজানা তথ্য’ জানালেন তামিম

মুশফিকের ডেসিং রুমের  ‘অজানা তথ্য’ জানালেন তামিম

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আগেই ঘোষণা দিয়েছিলেন, তারা শনিবার রাত সাড়ে ১০টায় ইনস্টাগ্রামে আড্ডা দিতে আসবেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার এলেন ‘লাইভে’। এই আড্ডায় মুশফিকের অজানা তথ্য জানিয়ে দিলেন তামিম।
খেলার সময় সংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অনেকটা ভেবে চিন্তেই কথা বলতে হয় তাদের। কিন্তু নিজেদের এই আড্ডায় তামিম-মুশফিক খুলে দিয়েছিলেন মনে দুয়ার। তাদের এই আধঘণ্টার আলোছনা ছিল প্রাণবন্ত ও হাস্যরসে ভরপুর।
তামিম-মুশফিক ড্রেসিংরুমের অনেক গল্পই বলেছেন। এর মধ্যে একটি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ওভালে ঘটে যাওয়া। তামিম জানালেন, মুশফিক সাধারণ একাধিক সিট নিয়ে বসেন ড্রেসিংরুমে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচেও মুশফিক তিনটা সিট নিয়ে বসেছিলেন। তামিম যখন বললেন, “ওভালের ড্রেসিংরুমটা খুব ছোট। মুশফিকের একটা ভালো অভ্যাস আছে যে সে এক সিটে বসতে পারে না। তার তিন-চারটা সিট লাগে। তাছাড়া ওর কাজ হয় না।”
ঠিক তখনই মুশফিকের আপত্তি, “এটা কিন্তু বেশি হয়ে গেল। আমরা যে জিনিস, তার জন্য ততটুকু জায়গা তো লাগবেই। আমি কিন্তু কাউকে বিরক্ত করি না।”
মুশফিকের ব্যাখ্যা শুনে-টুনে তামিম ফিরে গেলেন আবার চ্যাম্পিয়নস ট্রফিতে, “আমি এসে দেখলাম মুশফিক তিনটা সিট নিয়ে বসে আছে। জানতে চাইলাম, কী ব্যাপার তিনটা সিট নিয়ে বসে আছিস?”
“আমি জানতাম, তুই এটা বলবি আমাকে। আর কেউ বলবে না,” খানিকটা রেগেই মুশফিক ব্যাট নিয়ে চলে গেলেন বাথরুমে।
মজার ব্যাপার, মুশফিক সিট ছেড়ে চলে গেলেও ভয়ে নাকি পুরো ম্যাচে তার আসনে আর কেউ বসেনি। মুশফিক সেই ম্যাচে করলেন ৭৯ আর তামিম খেললেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ঠিক একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে মুশফিক করলেন কি, চলে গেলেন বাথরুমে। মুশফিককে তামিমের তাই প্রশ্ন, “ওই মাঠে যখন পরের ম্যাচে খেলতে এলাম, তুই আগেই বাথরুমে বসলি কেন? এটা কি কুসংস্কার যে আগের ম্যাচে ৭০-৮০ করেছিলি?”
এসময় মুশফিকের যুক্তি, “আমার কাছে এটা কুসংস্কার নয়। অনেকের ক্ষেত্রে এটা কাজ করে যে এই ব্যাট বা এই গ্লাভসটা ব্যবহার করি। আমার যেটা মনে হয়েছে নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো। যাওয়ার আগে ভালো একটা অনুভূতি করা। তুই যেখানে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছিস সেখানে একটা ভালো অনুভূতি থাকে না যে আমি আবার ভালো করব। শুধু ওখানে না। যেকোনো ড্রেসিংরুমে বসার পর যদি ভালো খেলি, ওই স্মৃতিটা আবার চাই মনে করতে। আমার পুরো আস্থা আল্লাহর ওপর। আর ওটা বাথরুম ছিল না। ছিল শাওয়ার রুম।”
বাথরুম হোক আর শাওয়ার রুম, এবার মুশফিককে তামিমের পরামর্শ, “আমার কেন যেন মনে হয় তুই যদি কমোডের ওপরও বসিস, সেঞ্চুরি করবি পরের ম্যাচে!” এ কথা শুনে মুশফিকের হাসি হা.. হা....

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়