আজকের অধিনায়ক সাকিব
ঢাকা: বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্রামে থাকায় এ ম্যাচে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। এর আগেই সাকিব জাতীয় দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব ছিলেন।
সাকিব আল হাসান জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্বে পালন করে যাচ্ছেন। গত বছর শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের জন্য দু-জন অধিনায়ক ঘোষণা করে। বাংলাদেশের সর্বকালের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে ওয়ানডে অধিনায়ক এবং সাকিবকে দেয়া হয় সহ-অধিনায়কের দায়িত্ব। এছাড়া মুশফিকুর রহিমকে টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় এবং তামিম ইবালকে দেয়া হয় টেস্ট সহ-অধিনায়ক।
ক্রিকেটের দুই ফর্মেটে দুই অধিনায়ক ঘোষণার পর গত বছর শেষ জিম্বাবুয়ে সিরিজে স্বরূপে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে দারুণ সাফল্য পাওয়ার পর মাশরাফি বিন মর্তুজাকেই বিশ্বকাপে দায়িত্ব দেয়া হয়। মাশরাফির সফল অধিনায়কত্বের কারণেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম