বাবা হারালেন জাতীয় দলের ফুটবলার ইমন মাহমুদ
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বসুন্ধরা কিংসের অ্যাটাকিং মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর বাবা মো. তোতা মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার সকাল ৮টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ইমন মাহমুদ বাবুর বাবা। তিনি ৬ সন্তানের জনক ছিলেন। ইমন মাহমুদ বাবুর বাবার মৃত্যুতে নিজেদের অফিসিয়াল ফেসবুকে শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ১৪ ম্যাচ খেলেছেন ইমন মাহমুদ বাবু। ২০১৮ সালে রেকর্ড গড়া ট্রান্সফার ফি’কে ঢাকা আবাহনী ছেড়ে তিনি যোগ দেন বসুন্ধরা কিংসে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস