News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২১ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৫ এপ্রিল ২০২০

জাভেদ ওমরের খবরের ভিত্তি নেই: বিসিবি

জাভেদ ওমরের খবরের ভিত্তি নেই: বিসিবি

জাভেদ ওমরের উপর দুটি গুরুতর অভিযোগ! এক: তার আচরণ সন্দেজনক। দুই: তিনি নাকি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তথ্য পাচার করে ছিলেন। এ কারণেই আইসিসি নাকি ভবিষ্যতে জাভেদ ওমর বেলিমকে টিম ম্যানেজমেন্টের অংশ না করার নির্দেশনা দিয়েছে বিসিবিকে।

তবে এই সংবাদের ভিত্তি নেই বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সুজন জানিয়ে দিয়েছেন, জাভেদ ওমর বেলিমের বিপক্ষে আইসিসি আমাদের, তথা বিসিবির কাছে কোন অভিযোগ করেনি। আমরা আইসিসির কাছ থেকে তার আচরণ সন্দেহজনক এবং তাকে ভবিষ্যতে ক্রিকেট সংশ্লিষ্ট কোন দায়িত্ব না দেই। এ সংবাদের ভিত্ত নেই।

অন্যদিকে এই খবরে সন্ধায় জাভেদ ওমর বলেন, আমার বিপক্ষে এত বড় অভিযোগ, সবার আগে জানবে আমার ক্রিকেট বোর্ড বিসিবি। তারা জানে না, সিইও সকালবেলা আমাকে ফোনে জানালেন, না না, আইসিসি থেকে এমন কোন নির্দেশনা আমরা পাইনি। আপনার বিপক্ষে কোন অভিযোগও করেনি আইসিসি।

এছাড়া জাভেদ বলেন, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছিলাম কি করবো? বিষয়টি স্পর্শকাতর। আমার ক্যারিয়ার শুধু নয়, আমার ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও একটা কালো দাগের আঁচড়। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন আমাকে বলেছেন, যেহেতু অভিযোগটি সত্য নয়। ভিত্তিহীন, তাই ব্যাখ্যা যা দেবার বিসিবিই দেবে। আমাকে অফিসিয়ালি এ ব্যাপারে কোন বিবৃতি না দেয়ার কথাও জানিয়েছেন তিনি। তাই আমি এখনো কোন টিভিতে ইন্টারভিউও দেইনি।

এছাড়া তিনি বলেন, আমি আমার খেলোয়াড়ি জীবনে ছিলাম নিট অ্যান্ড ক্লিন, প্রথমবারের মত নারী দলের ম্যানেজার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলাম ভাল করতে এবং মেয়েদের পাশে থাকতে সদা তৎপর। সেখানে এমন একটা অভিযোগ, সত্যিই খুব খারাপ লেগেছে। আমার বিশ্বাস, আমি একটি পাও ভুল পথে ফেলিনি। মনে হয় না, আামার কোন কার্যক্রম বা পদক্ষেপে ঊনিশ-বিশ হয়েছে।

জাভেদ আক্ষেপের সুরে বলেন, কারো একটি উড়ো মন্তব্যে যে আমার ব্যক্তি জীবনের ওপর একটা বড়সড় দাগ লাগলো, আমি যে সমাজ, দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে সমালোচনার পাত্র হলাম- এটা অনেক বড় মানসিক ধাক্কা ও যন্ত্রনা। আমি জোর দিয়ে বলতে পারি, আমার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ প্রমাণ হলে যে কোন শাস্তি আমি মাথা পেতে নিব।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়