News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ২১ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৭, ২৬ এপ্রিল ২০২০

পুলিশকে আরও বেশি সহায়তা করার আহ্বান তামিমের

পুলিশকে আরও বেশি সহায়তা করার আহ্বান তামিমের

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে লাশের সারিও। এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিষেধক আবিষ্কার হয়নি বলে রোগ এড়ানোকেই চিকিৎসা বলছেন বিশেষজ্ঞরা।

ভাইরাসটি এড়াতে সর্বসাধারণকে জনসমাগম এড়িয়ে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু সবাই ঘরে থাকতে পারছেন কই! ছোঁয়াচে রোগ জেনেও আক্রান্তদের কাছাকাছি থেকে চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাত দিন সমান করে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের। ত্যাগী এই মানুষগুলোকে বিশেষ ধন্যবাদ জানালেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। দিন-রাত পরিশ্রম করে যাওয়া পুলিশ সদস্যদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তামিম।

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন তামিম। পরে তামিম ইকবালের ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়ে। এক ভিডিওতে তামিম বলেছেন, আমাদের প্রিয় বাংলাদেশে এই করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। সরকারের সব নির্দেশনা অনুসরণ করে তারা হোম কোয়ারেনটাইন এবং লকডাউন নিশ্চিত করছে। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এবং ডাক্তারদের পরিবহনের ব্যবস্থা করছে। যারা মারা যাচ্ছেন তাদের দাফনে সহযোগিতা করছেন এবং আরও অনেক কাজ করছেন।

এছাড়া এসময় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পুলিশের সহায়তার কথাও উল্লেখ করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় শুরু থেকেই সরব তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আর্থিক সহায়তাও দিচ্ছেন বাঁ-হাতি এই তারকা ক্রিকেটার।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়