News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২১ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৭, ২৬ এপ্রিল ২০২০

লকডাউনে গৃহ বিবাদ বন্ধে বিরাট-আনুশকার বার্তা

লকডাউনে গৃহ বিবাদ বন্ধে বিরাট-আনুশকার বার্তা

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। এই সংক্রমণ প্রতিরোধে ভারতে এক মাসের মতো হতে চললো লকডাউন চলছে। এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে গৃহ বিবাদের (ডমেস্টিক ভায়োলেন্স) ঘটনা ঘটছে। 

আর এমন উশৃঙ্খলতা বন্ধে এক হলেন ভারতের ক্রিকেটার ও অভিনয় শিল্পীরা। ভিডিও বার্তার মাধ্যমে বিরাট কোহলি, আনুশকা শর্মা, ভারতের নারী দলের অধিনায়ক মিতালী রাজসহ অনেক বলিউড তারকা এক সুরে কথা বললেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় তারকারা বলেন, ‘আপনি যদি গৃহ বিবাদের কারণে ভুক্তভোগী হন বা এর জন্য কোনো ক্ষতি হলে দয়া করে রিপোর্ট করুন।’

ভিডিওটিতে আরও ছিলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা, বলিউড তারকা ফারহান আখতার, করন জোহর, মাধুরী দীক্ষিতসহ অনেকে। তারা আরও বলেন, ‘লকডাউনের সময় গৃহ বিবাদের প্রচুর খবর শোনা যাচ্ছে। আর এসব ঘটনায় যারা ভুক্তভোগী, তারা দ্রুত অভিযোগ করুন।’

ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেনের বরাতে জানা যায়, গত ২২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত গৃহ বিবাদের ২৩৯টি অভিযোগ পাওয়া যায়। যেখানে ২৭ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত ১২৩টি অভিযোগ আসে। এই ভিডিওটি বিরাট কোহলি ও আনুশকা দম্পতি তাদের পেজে শেয়ার করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়