একাদশে নেই টাইগার অধিনায়ক মাশরাফি
ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। তবে এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে একাদশে রাখা হয়নি। জাতীয় দলের সেরা এ পেসারদের বিশ্রামে রাখা হয়েছে।
এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পয়ে কিছুটা ব্যধা অনুভব করেন জাতীয় দলের এ পেসার। তাই বিশ্বকাপে কোয়াটার ফাইনালে তাকে প্রস্তুত রাখার জন্যেই এ ম্যাচে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দারুণ ফর্মে থাকা জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ইংলিশদের বিপক্ষেও বল হাতে দুটি উইকেট শিকার করেন।
উল্লেখ” এ ম্যাচটি দু-দলের প্রস্তুতি ম্যাচের মতোই। কারণ দুটি দলই ইতিমধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এ ম্যাচে হারলেও কোন ক্ষতি নেই। তবে ম্যাচটি যেন দু-দলের জন্য সম্মান ও মর্যদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। টাইগারদের জন্য জয়ের ঐতিহ্য ধরে রাখার লড়াই হলেও স্বাগতিকদের জন্য ম্যাচটি প্রতিশোধের ও সম্মান রক্ষার।
নিউজবাংলাদেশ.কম/এসএস/
নিউজবাংলাদেশ.কম