News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৭, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৮, ১৮ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান

করোনাভাইরাস প্রতিকার করতে সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। তাই দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। সরকার তাদের সাহায্য করতে নিয়েছে নানা উদ্যোগ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। বুধবার কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

যার মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।

এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়