News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৯, ২১ এপ্রিল ২০২০

এখন থেকেই ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছেন সাকিব

এখন থেকেই ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছেন সাকিব

সাকিব আল হাসানের উপর আইসিসির নিষেধাজ্ঞা শেষ হবে আগামী অক্টোবরে। কিন্তু এখন থেকেই আগামী বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন সাকিব আল হাসান। আগামী ২০২৩ বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি।

২০১৯ বিশ্বকাপটা কেটেছে তার স্বপ্নের মতো। বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান ও ১২ উইকেট বিশ্বকাপের ইতিহাসেই সাকিব আল হাসানের মতো অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেনি কেউ। বিশ্বকাপে বাংলাদেশকে একাই টেনেছেন সাকিব। তবু বাংলাদেশের শেষটা ভালো হয়নি।

আগামী বিশ্বকাপ ২০২৩ সালে, ভারতের মাটিতে। তিন বছর পরের সেই বিশ্বকাপের বাংলাদেশ দলটা ২০১৯ বিশ্বকাপের তুলনায় আরও গোছালো হবে বলেই মনে হচ্ছে সাকিবের। আপাতত সবধরনের ক্রিকেটের বাইরে থাকা সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

গতকাল কাল সেখান থেকেই ইন্সটাগ্রাম লাইভে ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব বেশি কিছু যে দরকার, তা নয়। আমার কাছে মনে হয়ে যা দরকার সেটা আছে। এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।

বৈশ্বিক টুর্নামেন্টের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। আগামী বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু দেখছেন না সাকিব, ভারতে খেলা। সেখানকার কন্ডিশন আমাদের মতই। তবে আইসিসি টুর্নামেন্টে কন্ডিশন খুব একটা পার্থক্য সৃষ্টি করে না। উইকেট ব্যাটিং সহায়ক থাকে, যেটা ২০১৫ বিশ্বকাপেও ছিল, ২০১৯ সালেও ছিল।

ইন্সটাগ্রাম লাইভের কিছু প্রশ্ন সাকিবকে যেন ফিরিয়ে নিয়ে যায় বিকেএসপির ফেলে আসা দিনগুলোতে, আমার সবচেয়ে স্মরণীয় ও সবচেয়ে মজার সময় ছিল বিকেএসপির সময়টা। হ্যা, প্রথম দুই-আড়াই মাস কঠিন ছিল। নতুন মানুষদের সঙ্গে পরিবার ছেড়ে একা একা থাকা...। কিন্তু এর পরের প্রতিটি দিন নিয়েই আমার মনে হয় আমি একটি করে বই লিখতে পারব। এতোই মজার ছিল আমার বিকেএসপি জীবন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়