অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আসরটি।
বুধবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম) এই সিদ্ধান্ত নেয়। দুপুরে সিসিডিএম এ নিয়ে এক আলোচনায় বসেছিল। আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘আমরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে আলোচনায় বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে ২০১৯-২০ মৌসুমের ডিপিএল খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ক্লাবগুলো লিগ নিয়ে আমদের সিদ্ধান্ত জানতে চেয়েছিল। আমরা তাদের চিঠি দিয়ে বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দিয়েছি। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে হয়ত খেলা হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এ বছর খেলার সম্ভবনা খুবই কম।’
উল্লেখ্য ’গত ১৫ মার্চ ডিপিএলের খেলা মাঠে গড়ায়। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়ার পর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস