News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:৩০, ২০ এপ্রিল ২০২০

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করে দোয়া চাইলেন রিয়াদ

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করে দোয়া চাইলেন রিয়াদ

গত ৬ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের জন্ম দেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই খবর সবাইকে জানিয়েছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। 

মঙ্গলবার জন্মের ৮ দিনের মাথায় নিজের ছোট ছেলের নামও জানালেন মাহমুদউল্লাহ। ভিন্ন এক পোস্টে জানিয়েছেন, ছোট ছেলের নাম, ‘মোহাম্মদ জুয়াইদ উল্লাহ মায়েদ।’ এই পোস্টে নিজের ছেলের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া চেয়েছেন তিনি। এদিকে করোনাভাইরাসের কারণে মাঝে কয়েকদিন বেশ টেনশনে কেটেছে মাহমুদউল্লাহর।

এর আগে ২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ২০১২ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন মাহমুদউল্লাহ। বর্তমানে খেলা না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন তিনি। করোনা ভাইরাসের কারণে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়