News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ১৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৮, ১৭ এপ্রিল ২০২০

২০২১ সালের আগে আন্তর্জাতিক ফুটবল নয়: ফিফা

২০২১ সালের আগে আন্তর্জাতিক ফুটবল নয়: ফিফা

২০২১ সালের আগে বেশিরভাগ আন্তর্জাতিক ফুটবল হওয়ার সম্ভাবনা খুবই কম, এমন বলেছেন ফিফা সহ-সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি। করোনাভাইরাসের কারণে বিশ্বে প্রায় সবরকম ফুটবলই বন্ধ। সেই সংকট কাটিয়ে আবারও যখন মাঠে গড়াবে প্রতিযোগিতা, তখন ঘরোয়া-আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ এক সূচি বিপর্যয়ে পড়বে ফুটবল। 

নতুন করে সূচি ঠিক করে মাঠে খেলা ফেরাতে আগামী বছর সময় লাগবে বলে জানিয়েছেন নর্থ এবং সেন্ট্রাল আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে নির্বাচিত এ কানাডিয়ান সহ-সভাপতি। এমনিতেই মার্চ থেকে জুন পর্যন্ত খেলা স্থগিত করে রেখেছে ফিফা। মন্টাগ্লিয়ানি বলছেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও খেলা শুরু করা বেশ কঠিন হয়ে যাবে।

‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘরোয়া ফুটবল এক্ষেত্রে প্রাধান্য পাবে। সেপ্টেম্বর মাসের সূচি আগেই ঠাসা। তবে আমার মনে হয় এখন সেইসব চিন্তা করার সময় না।’

করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত মাঠ ভর্তি করে দর্শক-সমর্থক আনা যাবে না বলেও মনে করেন মন্টাগ্লিয়ানি। ‘যদি ফুটবল আয়োজনের সুযোগ পাওয়া যায়, আমার মনে হয় না যে তা দর্শকরা মাঠে বসে দেখার সুযোগ পাবে। এখানে আমি ভীষণ ঝুঁকি দেখছি।’

করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ ফুটবল আয়োজন সম্ভব নয় বলেও জানিয়েছেন কনক্যাকাফের এ সভাপতি, ‘যদি সামগ্রিকভাবে পুরো বিশ্বের কথা চিন্তা করেন, এটা চিন্তার একটা বিষয়। তবে হ্যাঁ, আশার আলো কোথাও না কোথাও থাকেই।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়