News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৯:৫২, ৫ জুন ২০২০

নিউজিল্যান্ড, বাংলাওয়াশ, বাংলাদেশ

নিউজিল্যান্ড, বাংলাওয়াশ, বাংলাদেশ

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল কে? এ প্রশ্নের সহজ উত্তর নিউজিল্যান্ড। সত্যি দলটি এবার নিজেদের মাঠে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়া-শ্রীলংকার মতো দলগুলোকে উড়িয়ে দিয়েছে তারা।

এবার সেই দলটির বিপক্ষেই মাঠে নামবে টাইগাররা। শুক্রবার হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হবে টিম বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি।

বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচটি দু-দলের প্রস্তুতি ম্যাচের মতোই। কারণ দুটি দলই ইতিমধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এ ম্যাচে হারলেও কোন ক্ষতি নেই। তবে ম্যাচটি যেন দু-দলের জন্য সম্মান ও মর্যদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। টাইগারদের জন্য জয়ের ঐতিহ্য ধরে রাখার লড়াই হলেও স্বাগতিকদের জন্য ম্যাচটি প্রতিশোধের ও সম্মান রক্ষার। বাংলাদেশকে নিয়ে দলটির মনে জমিয়ে আছে ভয়ঙ্কর যন্ত্রণা। কারণ সর্বশেষ দলটি টাইগারদের সাথে টানা দুবার চরম লজ্জা পেয়েছে, এক কথায় বাংলাওয়াশ।

২০১০ ও ২০১৩ সালে দুবার বাংলাদেশ সফরে এসে তারা ধবলধোলাই হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘদিন পর এবার তাদের সুযোগ এসেছে প্রতিশোধ নেয়ার! অন্যদিকে দারুণ ফর্মে থাকা টিম বাংলাদেশ চাইছে স্বাগতিকদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে। সোমবার ইংল্যান্ডকে হারিয়ে টাইগার অধিনায়ক জানিয়েছিলেন, “বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নিয়ে ভাবছি।”

আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে দই দলের মধ্যে সাক্ষাৎ হয়েছে ২৪ বার। যার মধ্যে বাংলাদেশের জয় পেয়েছে ৮টিতে, বাকি ১৬ ম্যাচেই হেরেছে তারা। কিন্তু মজার কথা হল। সর্বশেষ সাতটি ম্যাচেই বাংলাদেশের ধারাবাহিক জিতেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে বৃহস্পতিবার জানিয়েছেন, নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। দলটি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। খেলছে নিজেদের মাটিতে। দল হিসেবেও দারুণ ব্যালান্সড। এই দলের বিপক্ষে খেলাটা তো অবশ্যই কঠিন। কাল আমাদের জন্য বিরাট পরীক্ষাই অপেক্ষা করছে।

হাথুরুসিংহে বলেন, “আমরা ব্যর্থ হওয়ার ভয়ে ভীত নই। সবচেয়ে বড় কথা, আমরা এখন বিশ্বাস করতে শিখেছি যে, আমরা বড় দলগুলোকেও হারাতে পারি।”

তবে বাংলাদেশ কোচ এটাও মানছেন, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো খুবই কঠিন। এ বিষয়ে তিনি বলেন, “স্বাগতিকরা দুর্দান্ত ফর্মে আছে। অন্যসব শক্তিশালী দলগুলোকে তারা হারিয়েছে। কাজেই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হবে।”

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জয় পাওয়া নিউজিল্যান্ড ভয় পাচ্ছে বাংলাদেশের পেসারদের। কিউই অধিনায়কের দুশ্চিন্তার প্রধান কারণ মাশরাফি-রুবেল-তাসকিনরা। অধিনায়ক ম্যাককালাম এ বিষেয়ে জানিয়েছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বেশ কয়েকজন দ্রুতগতির পেসারকে দেখেছি। বল হাতে দারুণ করেছে। দুই বছর আগে যেমন ছিল তার চেয়ে বেশি তারা পরিণত এবং ভয়ংকর।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়