জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা ও সিলেটের জয়
ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে জয় পেয়েছে ঢাকা ও সিলেট বিভাগ। লিগের সপ্তম রাউন্ডের খেলায় বৃহস্পতিবার শেষদিন রাজশাহী বিভাগকে ১৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা হয়েছেন মোশারফ হোসেন। এদিন অপর এক খেলায় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রাজিন সালেহর ডাবল সেঞ্চুরির ওপর ভর করে জাতীয় ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে সিলেট বিভাগ। সপ্তম রাউন্ডের এ খেলার চতুর্থ ও শেষদিন তারা বরিশালকে ১০ উইকেটে হারায়। এ খেলায় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন রাজিন সালেহ।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে। প্রথম রাউন্ডের খেলায় শুভাগত হোম সেঞ্চুরি হাঁকান। জবাবে রাজশাহী তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২৯১ রানে অলআউট হয়। এরপর ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে নাদিব চৌধুরীর সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে।
জবাবে বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মোশারফ হোসেন ও জুবায়ের হোসেনের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২২৫ রানে গুটিয়ে যায় রাজশাহীর ব্যাটসম্যানরা। ফলে ১৩৪ রানের জয় পায় ঢাকা বিভাগ।
দিনের অপর খেলায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে মাত্র ১৬৭ রানে অলআউট হয়। জবাবে সিলেট বিভাগ রাজিন সালেহর ডাবল সেঞ্চুরির ওপর ভর করে নয় উইকেট হারিয়ে ৪৮৬ রান সংগ্রহ করে ৩১৯ রানের লিড নেয়। ফলে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দশ উইকেটে ৩৯০ রান সংগ্রহ করে উল্টো ৭১ রানে লিড নেয়।
বৃহস্পতিবার খেলার শেষদিন মাত্র ৭২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩.৪ ওভারে ৭৫ রান সংগ্রহ করে সিলেট। রোমান আহমেদ ৬১ ও শাহনাজ আহমেদ ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম