অকুতোভয় হওয়ার মন্ত্র বাংলাদেশের
ঢাকা: হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড মহারণে বাংলাদেশের মন্ত্র ভয়হীন ক্রিকেট খেলা। ব্যর্থতার ভয়ে নিজেরা কুঁকড়ে না যাওয়া। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানাচ্ছেন তেমনটাই।
বিশ্বকাপে অন্যান্য যেকোনো দলের বোলারদের থেকে বেশি উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের বোলাররা। পাঁচ ম্যাচে পুরো ৫০ উইকেট তাদের দখলে। এখনো কোনো রান আউটের শিকার হয়নি ব্লাক ক্যাপস ব্যাটসম্যানরা।
এছাড়াও দুর্দান্ত ফর্মে আছেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। ব্যাট হাতে প্রতাপ ছড়াচ্ছেন কেন উইলিয়ামসন, রস টেলরের মতো ব্যাটসম্যানরাও। এই অবস্থায় নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে যেকোনো দলই ভয়ে কুঁকড়ে উঠতে পারে। কিন্তু বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে তা মানছেন না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মন্ত্র, ভয়হীন হয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করা। ব্যর্থতার ভয়ে কুঁকড়ে না যাওয়া।
ভালো খেলতে খেলতে হঠাৎ করে বাংলাদেশের থিতিয়ে পড়া বিষয়ে কথা বলতে গিয়ে হাথুরুসিংহে বলেন, “ব্যর্থতার ভয়ে ভীত নই আমরা। আসলে ব্যর্থতার ভয়ে আপনি যদি ভেঙে পড়েন, তাহলে উঠে দাঁড়াতে পারবেন না আপনি। সেজন্য এই বিশ্বকাপে ব্যর্থতার ভয়কে তাড়ানোই আমাদের মূল দর্শন ছিল। আমার ধারনা স্বাধীনতা ও নিজেদের ওপর বিশ্বাস দলের সাফল্যের মূলকথা। শুধু ইংল্যান্ড ম্যাচ নয় স্কটল্যান্ড ৩০০ এর বেশি রান স্কোরবোর্ডে জমালেও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা।”
শিষ্যদের পরের রাউন্ডে উতরানো নিয়ে হাথুরুসিংহের মত, “এই গ্রুপ থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখানো বাংলাদেশের বিশাল এক অর্জন। টুর্নামেন্টের দুই সহ-আয়োজক দেশের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে মোকাবেলা করতে হয়েছে টাইগারদের। সুতরাং নক আউটে নাম লেখানো অবশ্যই কীর্তির। সবচেয়ে বড় বিষয় হলো নিজেদের ওপর এই বিশ্বাস রাখা যে, আমরাও পারি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম
নিউজবাংলাদেশ.কম