News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ১২ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২০

মাশরাফি কি খেলবেন?

মাশরাফি কি খেলবেন?

ঢাকা: ইংল্যান্ড ম্যাচের পর থেকেই টাইগার ক্রিকেটার মাশরাফি মুর্তজাকে নিয়ে একটা শঙ্কা তৈরি হয়। ক্রীড়ামোদীদের মনে প্রশ্ন জাগে আচ্ছা, বাংলাদেশ অধিনায়ক নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কি খেলবেন?

এই শঙ্কার প্রধান কারণ গেল সোমবার ইংল্যান্ড-বধের দিনে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা গুনতে হয় মাশরাফিকে। এখন আসন্ন নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশ যদি আবার স্লো ওভার রেটের ফাঁদে পড়ে তাহলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলাই হবে না ‘নড়াইল এক্সপ্রেস’ এর। তাছাড়া গলার সংক্রামণ ও পায়ের সামান্য ব্যথা নিয়ে তো ভাবতেই হচ্ছে টাইগার অধিনায়ককে। এজন্য বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট মাশরাফিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকির পথে হাঁটতে চাইছেন না।

সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার হ্যামিল্টনে মাশরাফি যদি ব্লাক ক্যাপস পরীক্ষায় না থাকেন তাহলে সহ-অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে কাধের সমস্যার কারণে নিউজিল্যান্ড দলে অ্যাডাম মিলনের বদলে কাইল মিলস কিংবা মিশেল ম্যাকক্লেনহানকে দেখা যেতে পারে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেড) ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানাচ্ছে, টিম কম্বিনেশন ভাঙতে চাইছে না নির্বাচকদের একাংশ। সূত্র: এএফপি।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়