বিশ্বকাপের সর্বকালের সেরা দশে ভিলিয়ার্স
ঢাকা: পরিসংখ্যানের অলিগলিতে নতুন ইতিহাস লেখা অব্যাহত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।
বৃহস্পতিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলায় বিশ্বকাপের সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিটোরিয়ার ব্যাটিং প্রতিভা।
তাছাড়া এদিন রঙিন পোশাকের ক্রিকেটে সবচেয়ে বনেদি আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজিরও স্থাপন করেন প্রোটিয়া অধিনায়ক। এজন্য অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে পেছনে ফেলেছেন এবিডি।
এদিন ‘বি’ গ্রুপের খেলায় আমিরাত শাহীর বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলার পথে ১ হাজার ১৪২ রান হয়ে গেছে ভিলিয়ার্সের। যা তাকে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে উঠিয়ে এনেছে। দু হাজার ২৭৮ রান নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার।
ওয়েলিংটনে ৮২ বলের ইনিংস খেলার পথে চার চারটি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। যা তাকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির নজির উপহার দেয়। ২০০৭ সালে অসি ওপেনার ম্যাথু হেইডেন ১৮ ছক্কা হাঁকিয়ে আগে এই রেকর্ডটির মালিক ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম