News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৮, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশের পেসারদের নিয়ে চিন্তিত ম্যাককুলাম

বাংলাদেশের পেসারদের নিয়ে চিন্তিত ম্যাককুলাম

ঢাকা: নতুন যৌবন পাওয়া বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিউইদের প্রধান সেনাপতি জানান, টাইগার পেসাররা তার ব্যাটসম্যানদের জন্য প্রধান হুমকি।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের স্নায়ুক্ষয়ী জয়ে বাংলাদেশের তিন পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ আট আটটি উইকেট দখল করে। বাকি দুটি আউট রান আউটে। এই বিষয়টি যেন ভাবিত করছে উড়তে থাকা নিউজিল্যান্ড অধিনায়ককে। যদিও দুই দলই ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব এক সাক্ষাৎকারে ম্যাককুলাম বলেন, “কয়েক বছর আগের থেকে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ইংল্যান্ড ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ তাদের কিছু দ্রুত গতির বোলার নিয়ে ভয়ংকর হয়ে উঠেছে।”

বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়েও নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রেন্ডন। তিনি বলেন, “গেল কয়েক বছরে তারা অনেক উন্নতি করেছে।” এরপর বাংলাদেশের মাটিতে সর্বশেষ দু্ই সিরিজে হার নিয়ে ম্যাককুলামের ভাষ্য, “দেশের মাটিতে তারা সবসময় ভয়ংকর একটি দল। কারণ, সর্বশেষ সাত ম্যাচে আমরা তাদের কাছে হেরেছি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়